ড. মিজানুর রহমান আজহারি’র সাথে সাক্ষাৎ
ড. মিজানুর রহমান আজহারি সুশিক্ষার মাধ্যমে একটি দক্ষ, সচেতন ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন দেখেন। শিক্ষার এই দর্শনকে ধারণ করেই তিনি প্রতিষ্ঠা করেছেন হাসানাহ ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ, ফাউন্ডেশনের কার্যক্রম প্রত্যক্ষভাবে পরিচালনার স্বার্থে শায়খ আজহারি এখন থেকে দেশেই অবস্থান করবেন, ইন শা আল্লাহ।
যারা ফাউন্ডেশনের মেম্বারশিপ নিতে চান, কোনো প্রজেক্টে অংশগ্রহণ করতে চান বা আর্থিকভাবে অবদান রাখতে চান, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। আগ্রহী সুহৃদদের নিচের ফর্মটি পূরণের আহ্বান জানানো হচ্ছে। ফর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অধিক যোগ্য ও সম্ভাবনাময় ব্যক্তিদের নির্বাচন করা হবে। পরবর্তী ধাপে, ফাউন্ডেশন অফিসে নির্বাচিত ব্যক্তিবর্গের সাথে ড. মিজানুর রহমান আজহারি’র সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ। হাসানাহ ফাউন্ডেশন-এর ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ-সহ ফাউন্ডেশনের সামগ্রিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বৈঠকগুলোতে।